কাজীপুরে ভোট গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং প্রতিনিধিদের ভোট গ্রহণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কাজীপুর সরকারি এম মনসুর আলী কলেজ এবং রাণী দ্বীনমণি উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। সদর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক।

উল্লেখ্য, সিরাজগঞ্জ- ১ আসনের কাজীপুর অংশে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে ১১৫টি। বুথ ৫৪০টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১১৫ জন, সহকারী প্রিজাইডিং ৫৪০জন এবং পোলিং অফিসার ১০৮০ জন দায়িত্ব পালন করবেন।