স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের লটারীর মাধ্যমে নার্সারি ও কেজি শ্রেণিতে ভর্তি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২০২৪ইং ভর্তি কমিটির আহবায়ক গৌরাঙ্গ কুমার সাহা, সদস্য ফেরদৌস আলম, আঞ্জুয়ারা খাতুন, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, কলেজ শাখার ইনচার্জ হারুন অর রশীদ, স্কুল শাখা ইনচার্জ মঞ্জুরা পারভীন প্রমূখ।
ভর্তি লটারী কার্যক্রমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহন করেন।