আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর উপজেলা এবং সদরের একাংশ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পক্ষে নৌকা প্রতীকে বাড়ি বাড়ি ভোট চাইছেন কাজীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের পূর্ব খুকশিয়া, পাটাগ্রাম এবং বাঐখোলা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান প্রমূখ।