স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৬ সদর আসনে সংসদ নির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আজিজ আহমেদ রুবেলের লাঙ্গল মার্কায় ভোট চেয়ে মোটরসাইকেল বহর নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মালতিনগর,বকশিবাজার, ডিসি বাংলো সড়ক, বউ বাজার, কইপাড়া,ঘুনিয়াতলা, সদর উপজেলার চকমিঠুন, চকঝুমুর, বুজরুা ধামা, ক্ষীদ্রধামা, অদ্ধিরগোলা, চান্দুপাড়া, সাবগ্রাম, ছাতিয়ানতলা, মেঘাগাছা, মন্ডলধরণ, কর্ণপুর, কুটুরবাড়ি, পাঁচবাড়িয়া, জয়বাংলাহাট, ফনিরমোড, রাজাপুর,ফুলবাড়ি, শিববাটি, কালিতলা বাজার গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির নির্বাহি কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, শহর জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনছের আলী, জেলা জাতীয় শ্রমিকপার্টি নেতা শহিদুল ইসলাম, শহর জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক জুয়েল রানা, রুহুল কুদ্দুস আপেল, আমিনুর রহমান, মামুনুর রহমান বাবু, সিরাজুল ইসলাম মানিক, আলমগীর হোসেন, অমিত হাসান শুভ, রায়হান রানা, রিয়াদ হোসেন, আব্দুর রহমান স্বচ্ছ, মেহেদী হাসান, মিলু প্রমুখ।