স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া ইসলামী আদর্শ স্কুলের শিক্ষার্থীদের বই উৎসব পালিত হয়েছে। প্রতিষ্ঠানের হাতেখড়ি থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বই বিনামূল্যে বিতরন করা হয়।
বছরেরর প্রথম দিন সোমবার সকাল ১১টায় বগুড়া শহরের জহুরুল নগরের স্কুল প্রঙ্গনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন মিজানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে আরো উপস্থিত ছিলেন শিক্ষক আশরাফুল ইসলাম মিন্টু, আমিনুর ইসলাম, আফসানা মিমি, উম্মে হাবিবা, দিলরুবা খান, রুখসানা, লাজিনা মোস্তাকিম উপস্থিত ছিলেন।