ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধার দিকে ধুনট থানার পাকুড়িহাটা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী রিফাত হাসান (২০) ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ^রঘাট এলাকার বেলাল হোসেনের ছেলে এবং সে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা চেষ্টা মামলাও রয়েছে এবং তিনি এই মামলায় জেলও খেটেছেন। তারপরও তিনি ক্ষমতাসীন দলের কতিপয় নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে একটি বার্মিচ চাকু সহ সন্ত্রাসী রিফাত হাসানকে গ্রেফতার করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানাযায়, গ্রেফতারকৃত রিফাত হাসান ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। আর এই পদ পদবী বাগিয়ে নিয়েই তিনি চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বার্মিজ চাকু সহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।