বগুড়ায় স্ত্রীর ভোটের প্রচারণায় অংশ নেয়ায় পুলিশের অ্যাডিশনাল ডিআইজি বরখাস্ত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-১ আসনের নির্বাচনে স্ত্রীর পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেয়ায় বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্তে একটি পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

তবে এর আগে গত ৩১ ডিসেম্বর হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার জন্য নির্বাচন কমিশনের সম্মতি চেয়ে চিঠি দিয়েছিল জননিরাপত্তা বিভাগ।

জানাগেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তা হামিদুলের স্ত্রী শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হয়ে তবলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম একজন সরকারি কর্মকর্তা হয়েও চাকরি থেকে এক মাসের ছুটি নিয়ে বগুড়ায় গিয়ে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। একারনে ওই পুলিশ কর্মকর্তাকে আদালতে তলব করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির তলবের চিঠিতে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির ভোটের প্রচারে হামিদুল আলম অংশ নেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে চাকরি থেকে এক মাসের ছুটি নিয়ে এলাকায় এসে স্ত্রী শাহাজাদী আলম লিপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া তিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। তাছাড়াও তিনি নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লংঘন।

তবে এবিষয়ে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) হামিদুল আলম জানান, সরকারি যানবাহন ব্যবহার করে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি ভিত্তিহীন। এবিষয়ে তিনি আদালতে ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া তাকে তাকে বরখাস্তের বিষয়টি কোন চিঠি পাননি বলে জানান তিনি।