স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বে-সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন, বগুড়া-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান (নৌকা), বগুড়া-২ আসনে জাতীয়পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্না (লাঙ্গল), বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন (নৌকা), বগুড়া-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু (নৌকা), বগুড়া-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু (নৌকা) ও বগুড়া-৭ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু (নৌকা)।