ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে টানা তিন মেয়াদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুকে।
তবে মনোনয়ন না পেয়েও দলীয় প্রার্থীকেই সমর্থন দেন এমপি হাবিবর রহমান। রবিবার দুপুরে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নিজ কেন্দ্র অলাহামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেন তিনি।
ভোট প্রদান শেষে এমপি হাবিবর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের স্বার্থে আমাকে এবার মনোনয়ন দেননি। তারপরও তার নির্দেশনায় কর্মীরা দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যেই কাজ করেছেন। তিনি বলেন, নৌকার বিজয় মানেই দেশের উন্নয়ন।
জানাগেছে, অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বিএএফ) আলী আসলাম তালুকদার (টেলিভিশন), ইসলামী ঐক্যজোটের প্রার্থী নজরুল ইসলাম (মিনার), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু (নৌকা), কংগ্রেজের প্রার্থী মামুনার রশিদ (ডাব) ও জাসদের প্রার্থী রাসেল মাহমুদ (মশাল)। তবে এসব প্রার্থীদের মধ্যে নৌকার প্রার্থী ব্যতিত অন্য কোন প্রার্থীকে তেমন একটা দেখা যায়নি নির্বাচনী মাঠে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৬৮জন। ধুনট উপজেলার ৮৯টি কেন্দ্র ও শেরপুর উপজেলার ৯৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম।
রিটানিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।