স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন ফারুক আহম্মেদ। দীর্ঘ ৩ মাস পর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় তাকে এই পদে পুণ:বহাল করা হয়েছে। সোমবার বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু স্বাক্ষরিত এক দলীয় পত্রে এতথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা জানান, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদকে পুনরায় দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এবিষয়ে ধুনট উপজেলা কৃষকলীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বলেন, ব্যবসায়ীক কাজে দেশের বাহিরে থাকায় আমাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। পরবর্তীতে আমি দেশে ফিরে আসায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমাকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে।