ধুনটে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ওবায়দুল ফকির (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ জানুয়ারি) গ্রেফতারকৃত ওই আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ওবায়দুল ফকির ধুনট সদর ইউনিয়নের পাকুড়িহাটা মধ্যপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে।

এবিষয়ে ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাকুড়িহাটা এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওবায়দুল ফকির নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।