কাজীপুরে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে প্রয়াত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার সোনামুখী শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ চত্বরে বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। পরে সোনামুখী ইউনিয়নের ৬টি ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও দুস্থ ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সহ-সভাপতি ও সোনামুখী ইউ,পি চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, সদস্য আবু জাফর মন্ডল, শাহদাত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।