আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী কালীবাড়ী মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
দোকান মালিক এশারত আলী (৫৮) জানান, শুক্রবার ভোর রাত ৪টার দিকে দোকানে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে অনেকেই ধারণা করেছেন বিদ্যুতের সংযোগ থেকেই এই আগুন লেগেছে। আগুন লাগার পরই আশে পাশে থেকে সবাই উঠে এসে পানি দিয়ে নিভানোর চেষ্টা করেন। কিন্তু ভেতরে থাকা পেট্রোল এর কারনে দ্রুত সময়ের মধ্যেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা সহ দোকানে থাকা ফ্রিজ, এলইডি টিভি, কসমেটিক্স সামগ্রী, ক্যারামবোর্ড সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানী।
এবিষয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন দেওয়ার পর আমরা খবর পেয়েছিলাম। খবর পেয়েই আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি। মাঝামাঝি অবস্থানে যাওয়ার পরই জানতে পারি আগুন নিভে গেছে।