স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌর এলাকায় বিজয় বাংলা স্পোটিং ক্লাবের আয়োজনে শর্ট পিচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা এলাকায় ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতায় মেসার্স সাগর এন্টারপ্রাইজকে ০-১ গোলে হারিয়ে স্বপ্নচুড়া ফুটবল ক্লাব বিজয়ী হয়।
পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ শেখ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নারী কাউন্সিলর মালতী খাতুন, আরিফিন রহমান বাবু প্রমূখ।