স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মান্নান সরকার (৬০) নামে এক বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। সোমবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরকার (৬০) ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
ধুনট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া জানান, নিহত আব্দুল মান্নান সরকারের ছেলে খোকন সরকার (২৫) দীর্ঘদিন বিদেশে ছিলেন। এরপর দেশে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সোমবার রাতে শুনতে পাই, সে তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন। তবে কেন তিনি তার বাবাকে মেরে ফেললেন এবিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।
তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।