স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে কর্পোরেট ক্রিকেটলীগের (সিসিএল) চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ধুনট সরকারি নইম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র সমবায় সমিতি বনাম রোকেয়া আইটি অংশ নেয়।
১৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ক্ষুদ্র সমবায় সমিতি ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০০ রান। জবাবে রোকেয়া আইটি ১৬ ওভারে ১৪২ রানে অলআউট হয়। ফাইনাল খেলায় ক্ষুদ্র সমবায় সমিতি ৫৮ রানে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ব্যবসায়ী আতিকুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, আয়োজক কমিটির সদস্য আব্দুল হামিদ, জিয়াউর রহমান, আতিকুর রহমান, ইমদাদুল হক রনি, মাসুদ রানা, আল ইমরান রবিন, আব্দুল মোমিন সোহেল, রবিউল করিম সুমন, হৃদয়, আলম হাসান, আনোয়ার মল্লিক, হাসান বাপ্পি, ফারুক হোসেন, অন্তর মাহমুদ, আরিফুল ইসলাম, রাব্বি, সোহান বাবু ও আশিক প্রমুখ।