স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম ফারাজ আলী (২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বগুড়া শিবগঞ্জ থানার ওসি তদন্ত জিল্লুর রহমান জানান, বুধবার দুপুরে বাসায় ফারাজ আলীর ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ আলী রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, এপর্যন্ত কোন মামলা হয়নি এবং আটকও হয়নি।