স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ট্রাক চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে তারই এক হেলপার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের ট্রাক চালক জাহিদ হাসান (২২) দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়া আহত হেলপার সাজ্জাদ হোসেন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জাহিদ দুপচাঁচিয়ার দিকে রওনা দেয়। জাহিদের পিছনে বসেছিলো হেলপার সাজ্জাদ হোসেন। পথে তিশিগাড়ি এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। পরে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।