ধুনটে অগ্নিকাণ্ডে কৃষকের ৪টি গরু-ছাগলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন জানান, মাঝবাড়ি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মাহাবুল হোসেন কৃষি কাজ ও গরু-ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। শুক্রবার দিবাগত রাতে গোয়াল ঘরে আগুন লেগে তার দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। ধারনা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারকে আর্থিক অনুদান প্রদানের আশ^াস দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।