স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
অনুমতি ছাড়াই বগুড়ায় মহাসড়কে মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। এসময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়েছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস মহাসড়কের ঘুনিয়াতলা এলাকায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে মিছিল বের করা হয়।
জামায়াতে ইসলামী শহর শাখার প্রচার সম্পাদক আবু আব্দুল্লাহ লাবিব জানান, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে বগুড়া শহর জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, কোনো অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।