স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম বক্স (৬৫) নামে এক টিউবয়েল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রহিম বক্স ওই ইউনিয়নের চরখাদুলী গ্রামের মৃত মোলা বক্স ছেলে। এছাড়া আহত জেল হোসেন (২৬) গোপালপুর খাদুলী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশি আবু বক্কর জানান, রহিম বক্স মঙ্গলবার সকালে নুরুল ইসলামের বাড়িতে টিউবয়েল মেরামতের কাজ করছিল। তার কাজে সহযোগিতা করছিল নুরুল ইসলামের ছেলে জেল হোসেন। তারা দুজন লোহার রড দিয়ে টেউবয়েলের পাইপ বের করছিল। এমন সময় অসাধানতাবসত লোহার রডটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগতেই তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর কিছুক্ষন পরে ঘটনাস্থলেই টিউবয়েল মিস্ত্রী রহিম বক্সের মৃত্যু হয়। আর মুমুর্ষ অবস্থায় জেল হোসেনকে প্রথমে ধুনট হাসপাতালে পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।