বগুড়া জেলা যুব মহিলালীগের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বগুড়া জেলা যুব মহিলালীগ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে বগুড়া শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা। এসময় জেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে এ্যাডভোকেট লাইজিন আরা লিনা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সারাজীবন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছে।