আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে শহীদ এম মনসুর আলী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
খেলার আয়োজক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এর সভাপতিত্বে ভার্চুয়ালী উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউনুস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বাবু রনি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে সাতটিকরী ভলিবল দলকে হারিয়ে গুড মর্নিং শেরপুর ভলিবল দল বিজয়ী হয়। খেলাটি সোনামুখীর নবজাগরণী ক্রীড়া সংঘ আয়োজন করেন।