স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে চায়না খাতুন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের আশরাফ আলীর মেয়ে এবং সে চিকাশী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়সূত্রে জানাযায়, রবিবার দুপুরের দিকে পরিবারের সবার অগোচরে নিজ ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে চায়না খাতুন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারন জানা যায়নি। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।