স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের দুই পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের ত্রাণ সহায়তার অনুকূলে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আব্দুল আলিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ায়ি মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে টিউবয়েল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মিস্ত্রী রহিম বক্স (৬৫) এবং চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র জেল হোসেনের (২৬) মৃত্যু হয়।