স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বুধবার (৭ ফেব্রুয়ারী) ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী এলাকার আব্দুল হক শেখের ছেলে মিলন শেখ কালু (৩৫), তার স্ত্রী কাজুলী খাতুন (৩০) ও ধুনট সদরপাড়া এলাকার মৃত মংলা স্বর্ণকারের ছেলে আমিনুল ইসলাম আমু (৩৫)।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম এতথ্য নিশ্চিত করে জানান, মাদক বিরোধী পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তন্মধ্যে মিলন শেখ কালু ও তার স্ত্রী কাজুলী খাতুনের কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং আমিনুল ইসলাম আমুর কাছ থেকে আরো ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তন্মধ্যে আমুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।