স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় তুচ্ছ বিষয়ে আলামিন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মারুফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার এরুলবিশা গ্রামের মিজানের ছেলে।
শনিবার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি গ্রামে মারুফ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় আলামিনের। এরই একপর্যায়ে আলমিনকে ছুরিকাঘাত করেন মারুফ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৮ ফেব্রুয়ারি দুপুরে মারা যান আলামিন।
এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মারুফকে।