ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচনী মাঠে আওয়ামীলীগের একাধিক প্রার্থীকে প্রচার-প্রচারণায় দেখা গেলেও স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীকে দেখা যায়নি।
আসন্ন ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বা যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ধুনট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাবেক এমপির ছেলে আ’লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান ও ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মহসীন আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কামরুল হাসান আনসারী।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনের নাম শোনা গেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ধুনট উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পপি রানী সাহা। অপর প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সুলতানা জাহান ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি সীমা আকতার।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় তিনটি পদেই আওয়ামীলীগের একাধিক প্রার্থীর প্রচারণা দেখা গেলেও নির্বাচনী মাঠে নেই স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীরা।
জানাযায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ১৭২ জন। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীক না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন। গ্রামগঞ্জের হাট-বাজার ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপচারিতা। ভোটাররা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠ নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।