আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দরিদ্র ও নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) কাজীপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর আওতায় সুফলভোগী জেলেদের মধ্যে তৃতীয় ধাপে ১৬টি বাছুর প্রদান হয়।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
এসময় তিনি বলেন, ‘সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে জেলেরা উপকৃত হবেন। ইলিশ ধরা নিষিদ্ধ সময়েও বিকল্প আয়ের লক্ষ্যে তাদের জন্য এই ব্যবস্থা করেছে সরকার।’
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
আরো উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সিরাজগঞ্জের সহকারী মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, বিএডিসি সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, কাজীপুর থানার ওসি শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, কাজীপুর উপজেলার ৫০ জন জেলেকে এই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। তন্মধ্যে ৪৮ জন জেলেকে বকনা গরুর প্রদান করা হলো। গরু পেয়ে জেলেরা খুবই খুশি। তাদের বাড়তি আয়ের পথ সৃষ্টি হওয়ায় তাদের মাঝে উচ্ছাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।