স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হোটেলের খাবারের বিল নিয়ে সংঘর্ষে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্বপন আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে ধুনট উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দলিল লেখক আসাদুজ্জামান স্বপন পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের তোতা মহুরীর ছেলে।
স্থানীয়সূত্রে জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারী ধুনট উপজেলা দলিল লেখক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে সমিতির নেতৃবৃন্দ ধুনট উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে জামালের হোটেলে অতিথিদের দুপুরের খাবারের জন্য আয়োজন করে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে হোটেল মালিক ধুনট সদরপাড়া এলাকার মাদারি প্রামানিকের ছেলে জামাল উদ্দিন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্বপনকে খাবারের বকেয়া টাকা পরিশোধ করতে বলে। এসময় কথাকাটির একপর্যায়ে জামাল উদ্দিন ও আসাদুজ্জামান স্বপনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এই সংবাদ পেয়ে জামাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি সেখানে পৌঁছেই লাঠি দিয়ে স্বপনের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। আমরা হাসপাতালে রয়েছি। এবিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে এবিষয়ে হোটেল মালিক জামাল উদ্দিন বলেন, খাবারের বিল বাবদ ১৬ হাজার টাকা চাওয়ায় প্রথমে স্বপনই আমাকে মারধর করে। পরে আমার ছেলে আসলে দুইজনের মধ্যে হাতাহাতির সময় স্বপনের মাথায় আঘাত লাগে। এবিষয়ে আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, মারামারির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।