কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ওসি (তদন্ত) আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, গিয়াসউদ্দিন প্রমুখ। সভায় সম-সাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার নিরাপত্তার বিষয়ে করনীয় বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্টরা।