স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় ২ জন ব্যক্তিকে আটক করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) আটককৃত ব্যক্তিদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল শেখ ওরফে আজগর (৪০) ও একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম ওরফে ঠান্ডু (৬০)।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে মথুরাপুর বাজারে রাত্রিকালীন ডিউটি পালনকালে জানতে পারি, নুরুল ইসলাম ওরফে ঠান্ডুর বাড়িতে দুইজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাসেল শেখ ওরফে আজগরকে ১০০ গ্রাম গাঁজা এবং নুরুল ইসলাম ওরফে ঠান্ডুকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে নুরুল ইসলাম ওরফে ঠান্ডুর বিরুদ্ধে ইতোপূর্বে আরো ৩টি মাদক মামলা রয়েছে। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।