স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক স্বামী আপেল মাহমুদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত ওই আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামী আপেল মাহমুদ ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলাসূত্রে জানাগেছে, ৬ মাস আগে চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল মাহমুদের সঙ্গে একই গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক করে গড়ে ওঠে। এরই একপর্যায়ে ২০২৩ সালের ৩ আগষ্ট তারা বিয়ে করে। কিন্তু সংসার জীবনে তাদের বনিবনা না হওয়ায় বিয়ের মাত্র ৯দিন পর সেই বছরের ১১ আগষ্ট তাদের তালাক হয়। কিন্তু এর কিছুদিন পর থেকেই আপেল মাহমুদ তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফোন করে বিরক্ত করতে থাকে। এরই এক পর্যায়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারী সাবেক শ^শুর বাড়িতে গিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এঘটনায় রবিবার ওই মেয়েটি বাদী হয়ে তার সাবেক স্বামী আপেল মাহমুদের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরই অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।