আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
‘আলোকিত মানুষ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১৬ জনের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রিপন সাহা, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ।
উল্লেখ্য যে, বিশ্ব সাহিত্যে কেন্দ্রের সহযোগিতায় কলেজে একটি পাঠাগার গড়ে তোলা হয়। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বই সংগ্রহ করে বাসায় নিয়ে পড়তে পারেন এবং পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।