ধুনটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহীদ দিবস পালিত
বগুড়ার ধুনটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইউএনও মো: আশিক খান। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ধুনট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন, উপজেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি ক্বারী আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমূখ।