মেডিকেলে চান্স পাওয়ায় কাজীপুরের দরিদ্র মেধাবী শিক্ষার্থী আকাশকে সংবর্ধনা

আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজীপুরের দরিদ্র পরিবারের ছেলে শ্রী আকাশ কুমার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে চান্স পাওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। শনিবার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গুর্জিয়া গ্রামে তার নানা বাড়ি এসে তাকে সংবর্ধনা দেন।

অত্যন্ত মেধাবী আকাশ কিন্তু পরিবার এতোটাই দরিদ্র যে বাবা অন্যের জমিতে কৃষাণের কাজ করেন এবং বাশঁ বেতের চাটাই বুনান। পরিবারের খরচ চালাতে যার হিমশিম খেতে হয় সেখান থেকে ছেলেকে পড়াশোনা করিয়ে যে এতো সুনাম অর্জন করেছে এই জন্য উপজেলা চেয়ারম্যান তাকে সংবর্ধনা দিলেন এবং তিনি আর্থিক সহযোগিতা প্রদানে আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, জিয়াউর রহমান স্বাধীন, শুভগাছা ইউ’পি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য মামুনুর রশীদ, সোনামুখী ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, শ্রী আকাশ কুমারের জন্মস্থান ছিল কাজীপুরের চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নের খাসরাজবাড়ী গ্রামে। কিন্তু গত বছরের নদী ভাঙনে সব কিছু বিলীন হয়ে যায়। পরে নানার বাড়ি সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে এসে বসবাস শুরু করে। তার এ সাফল্যে খুশি নানা বাড়ির আশে পাশের লোকজনও।