কাজিপুরে এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এশিয়ান টিভির কাজিপুর প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় এর আয়োজনে কাজিপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মিজান রহমান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু তৈয়ব সুজয়, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি শাহীন খান প্রমুখ।