স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রোজিনা আকতার সুমি, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমূখ।