ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
ভালোবাসা মানে না কোন ধনী-গরীব বা কোন ধর্ম। যুগ যুগ ধরে ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করে আসছে। তেমনি একজন যুবক শ্রী নয়ন কুমার (১৮)। তিনি তার ভালোবাসার মানুষকে পেতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
শ্রী নয়ন কুমারের বাড়ি কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামে। তিনি ওই গ্রামের শ্রী বলরামের ছেলে। গত ২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে নাম পরিবর্তন করে এবং একজন বিজ্ঞ আলেমের দ্বারা ৪ বার কালেমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করেন নয়ন কুমার।
সম্প্রতি ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ম পরিবর্তনের পর তার নাম দেওয়া হয়েছে মো: ওমর ফারুক।
এবিষয়ে নয়ন কুমার ওরফে ওমর ফারুক বলেন, আমার আগে থেকেই মুসলিম ধর্ম ভালো লাগতো। মুসলিম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-আচরণ আমার মনকে পরিবর্তন করে দিয়েছে। এছাড়া আমি একজন মুসলিম নারীকে ভালোবাসি। তাই তাকে পাওয়ার জন্যই আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছি।