কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চালকেরা। ভারি যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে বেপরোয়া গাড়িগুলো। একারনে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
সরেজমিন দেখ্ াগেছে, সোনামুখী, আলমপুর, মেঘাই, হরিনাথপুর এই এলাকাগুলোর রাস্তার দু’পাশে এমনভাবে এইসব গাড়িগুলো রেখে দিয়ে যানজট সৃষ্টি করে। এসব যানবাহনগুলোর অবাধ চলাফেরা দেখে মনে হয় এদের নিয়ন্ত্রণ করার জন্য যেন কোন কর্তৃপক্ষই নেই।
আর একারনেই ঘটছে দূর্ঘটনা। এসব যানবাহনগুলো সড়ক-মহাসড়ক থেকে গ্রামীণ সড়কগুলোতে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। অদক্ষ চালকদের গাড়ি নিয়ন্ত্রন করতে অক্ষম হওয়ায় বাড়ছে মারাত্মক সব দূর্ঘটনা। অন্যদিকে যেখানে সেখানে পার্কিং করে যাত্রী ওঠা-নামার ফলেও ঘটছে দূর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী উপজেলার চালিতাডাঙ্গা এলাকায় দ্রুত গামী ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হয় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের বয়সী নূরানী নামে একটি মেয়ে। রাস্তায় পড়ে যাওয়ার পরই তার পুরো শরীরের উপর দিয়ে ইজিবাইক চলে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি।
এছাড়াও গত ২৭ ফেব্রুয়ারী উপজেলার হাটশিরাতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় একটি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক আব্দুল জলিল দূর্ঘটনায় হাত ও পা ভেঙে গুরুতর আহত হয়েছেন। এছাড়াও গত কয়েক মাসে এই ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার বেপরোয়া চলাচলে অসংখ্য ছোট-বড় অনেক দূর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনার শিকার অনেকে জানান, এসব ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার চালকদের নেই কোনো দক্ষতা, নেই ড্রাইভিং কোন ড্রাইভিং লাইসেন্স। অথচ এরাই দাপিয়ে বেড়ায় এলাকার রাস্তাগুলোতে। এই সব অদক্ষ চালকদের কারনে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সড়ক ও মহাসড়ক।
এই সব অদক্ষ চালকদের ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। কিন্তু এদের দেখার কেউ নেই! খুব দ্রুতই এই গাড়ির লাগাম টেনে না ধরলে রাস্তায় মৃত্যুর মিছিল আরও বেড়ে যাবে।
তবে এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ইজিবাইক ও অটোরিকশা মালিক সমিতির সাথে বসে আলোচনা করবো এবং দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।