শিক্ষার্থীসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে ধুনট ইউএনও’র আর্থিক সহায়তা প্রদান
বগুড়ার ধুনটে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও মো: আশিক খান। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই সহায়তা প্রদান করা হয়।

তন্মধ্যে মোছা: শিল্পী আক্তারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঈশ^রঘাট গ্রামের ব্যবসায়ী আশিক হাসানকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।