আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুর রশীদ।
প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলামীন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এনামুল হক, সাইফুল ইসলাম নাবিল, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সুমনা পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হাবিবুল্লাহ।