বগুড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী রবিউল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা সদরের বাঘোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বানাইল গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২, বগুড়া সিপিএসসি’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র আইনসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টমুলে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।