ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় রবিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, রবিবার সকালে ধুনট সদর ইউনিয়নের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় আয়া মমতা খাতুন। পরে তিনি ভিতরে গিয়ে দেখতে পান অফিস কক্ষের ভিতরে থাকা একটি ডিজিটাল ঘড়ি, একটি বক্স, একটি বেল ও আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ বেশ কিছু জিনিস চুরি হয়ে গেছে। এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে প্রধান শিক্ষিকা শিউলি খাতুন জানান, গত ২৯ ফেব্রুয়ারী বিদ্যালয়ের সকল কার্যক্রম শেষ করে অফিস কক্ষ ও শ্রেণী কক্ষ তালা দিয়ে সবাই বাসায় চলে যায়। রবিবার সকালে আমার বিদ্যালয়ের আয়া মমতা খাতুন বিদ্যালয়ে এসে দেখে অফিস কক্ষের তালা ভাঙ্গা। পরে সে বিষয়টি আমাকে জানানোর পর বিদ্যালয়ে এসে অফিস কক্ষের ভিতরে গিয়ে দেখি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনেক জিনিস চুরি হয়ে গেছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।