স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এডিপির অর্থায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হেউটনগর দাখিল মাদ্রাসা, বেড়েরবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, বাঁশপাতা বিদ্যালয়, চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়, দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্তনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ১০ জোড়া করে বেঞ্চ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন সহ শিক্ষকবৃন্দ।