কাজিপুরে তথ্য অফিসের তালা ভেঙে চুরি, আটক ১

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তথ্য সেবা কেন্দ্রে তালা ভেঙে চুরি করার সময় একজনকে আটক করেছে উপজেলা তথ্য সেবা কেন্দ্রে নিয়োজিত আনসার কর্মীরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলা তথ্য সেবা অফিসারের কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।

আটককৃত জুয়েল রানা (২০) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আর্দশ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

এবিষয়ে কাজিপুর উপজেলা তথ্য সেবা অফিসার মৌসুমি বসাক জানান, আমি পাশের রুমে ভাড়া থাকি। চোর তালা ভেঙে ভিতরে ঢোকার সাথে সাথে তালা ভাঙার শব্দে আমি তাকে দেখে ফেলি এবং তৎক্ষনাত আমি আনসার ভিডিপি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে চোরকে আটক করি। পরে কাজিপুর থানায় খবর দিলে তারা এসে চোরকে থানায় নিয়ে যায়।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃত জুয়েল রানার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।