ধুনটের তিনটি বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
বগুড়ার ধুনটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় তিনটি বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করেন ইউএনও মো: আশিক খান। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কম্পিউটার প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান। এসময় উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।