স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৩৫) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন সারিয়াকান্দি থানাধীন জোড়গাছা গ্রামের মৃত আমজাদ হোসেন প্রামানিকের ছেলে।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি ধুনট থানাধীন বড়িয়া গ্রামের সিএসজি স্ট্যান্ডে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা সহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।