বগুড়ার ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি সৈকত হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌর মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিপাকর বসাক, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।