স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নয়া উল্লাপাড়া গ্রামবাসির আয়োজনে কৃষকের আনন্দ উৎসবে মেডিকেলে চান্স পাওয়া তিন জমজ ভাইয়ের সেই সংগ্রামী মা এবং এক সফল কৃষি উদ্যেক্তাকে সম্মাননা প্রদান, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার নয়া উল্লাপাড়া তিনমাথা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সহযোগিতা করে সুপার এগ্রো সার্ভিসেস কোম্পানী লিমিটেড, দিশারী ফুড, গ্রীন ওয়ান ও সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল।
ধুনট উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক, সাংবাদিক ও চিত্রনাট্যকর হাবিবুল্লাহ সিদ্দিক ওরফে অপূর্ণ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি।
সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট থানার ওসি সৈকত হাসান, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, বাহাদুর আলী, আতাউর রহমান, আলেপ বাদশা, শাহ আলম, জহুরুল ইসলাম, আইয়ুব আলী, কামরুল হাসান আনছারি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
অনুষ্ঠানের শুরুতে নয়া উল্লাপাড়া গ্রামের জামাল উদ্দিন-নুরজাহান বেগম ফাউন্ডেশনের উদ্যেগে মেডিকেলে চান্স পাওয়া মাঠপাড়া গ্রামের তিন জমজ ভাইয়ের সংগ্রামী মা আর্জিনা বেগম ও সফল কৃষি উদ্যেক্তা রেজওয়ানুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এরপর মধু-হই-হই গান খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান হোসাইনের সঙ্গিত পরিবেশন ও গ্রামবাসির অভিনীত ‘চোরের একদিন’ নাটক মঞ্চায়িত হয়।